শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে ডাকাতি করার চেষ্টা চলাকালে স্থানীয়রা ডাকাতদের ধাওয়া করেন। পালাতে গিয়ে ডাকাতরা নদীতে নেমে স্পিডবোটে চলে যায়, তবে স্থানীয়রা তাদের ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা গুলি ও বোমা ছোড়ে। স্থানীয়রা তাদের পিটুনি দিলে ঘটনাস্থলেই দুই ডাকাত নিহত হয় এবং আরেকজন হাসপাতালে মারা যায়।
এ ঘটনায় পাঁচজন আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সাতজন ডাকাতকে আটক করেছে এবং তাদের কাছ থেকে একটি রাইফেল, শর্টগান ও স্পিডবোট উদ্ধার করা হয়েছে।