ঢাকা প্রিমিয়ার লিগে একপেশে ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলের জয়ে বল হাতে নায়ক ছিলেন শরিফুল ইসলাম, আর ব্যাট হাতে আলো ছড়ান তানজিদ তামিম।
মঙ্গলবার বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে গাজী গ্রুপ। মাত্র ৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। শরিফুল ইসলামের বিধ্বংসী বোলিংয়ে ৩৮.৫ ওভারে মাত্র ৯৩ রানেই অলআউট হয় দলটি। তিনি মাত্র ১৪ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন।
গাজী গ্রুপের ব্যাটিং লাইনআপ ধসে পড়লেও কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ৯ নম্বরে নামা আব্দুল গাফফার সাকলাইন, যিনি সর্বোচ্চ ২৬ রান করেন। ৭ নম্বরে ব্যাটিং করতে নামা তোফায়েল আহমেদ করেন ২৪ রান। এছাড়া ওয়াসি সিদ্দিক ১৮ রান করেন, তবে বাকিরা দুই অঙ্কের ঘর ছুঁতে ব্যর্থ হন।
মাত্র ৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে সহজেই জয় তুলে নেয় রূপগঞ্জ। দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম দারুণ ব্যাটিং করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সাইফ ২৭ রানে অপরাজিত থাকেন, আর তামিম করেন ৬৫ রানের ঝলমলে ইনিংস।
শরিফুলের বিধ্বংসী বোলিং ও তামিমের ব্যাটিং নৈপুণ্যে একপ্রকার উড়িয়ে দিয়ে লিগে বড় জয় তুলে নিল রূপগঞ্জ, যা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।