পবিত্র শবেবরাত উপলক্ষে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে, যার প্রভাব পড়েছে মাংসের দামে। গরুর মাংস কিছু এলাকায় ৮০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, যা স্বাভাবিক দরের চেয়ে বেশি। ব্রয়লার মুরগির দাম বেড়ে ২০০ থেকে ২১০ টাকা, আর সোনালি মুরগি ২৯০ থেকে ৩২০ টাকায় বিক্রি হয়েছে।
এদিকে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট রয়ে গেছে, ফলে খোলা তেলের দাম বেড়েছে। সরকার নির্ধারিত দর ১৫৭ টাকা হলেও পাইকারি পর্যায়ে ১৯০ টাকা হওয়ায় অনেক খুচরা বিক্রেতা বিক্রি বন্ধ রেখেছেন।
সবজির বাজার মোটামুটি স্থিতিশীল থাকলেও বেগুন ও আলুর দাম কিছুটা বেড়েছে। পেঁয়াজের দাম স্বাভাবিক থাকলেও রসুন ও আদার দাম কেজিতে ১০-২০ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, রমজান ঘনিয়ে আসায় কিছু পণ্যের দাম আরও বাড়তে পারে।