লিভারপুলের জন্য নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচটি আরও একটি হতাশার রাত হয়ে থাকল। ম্যাচের অষ্টম মিনিটেই অ্যান্থনি এলাঙ্গার থ্রু পাস থেকে ক্রিস উড গোল করে নটিংহ্যামকে এগিয়ে নেন। বল দখলে লিভারপুল এগিয়ে থাকলেও গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় তারা। প্রথমার্ধে কোনো উল্লেখযোগ্য শট লক্ষ্যে রাখতে পারেনি অলরেডরা।
৬৫ মিনিটে অ্যান্ডি রবার্টসনের বদলি হিসেবে মাঠে নামেন কস্তাস সিমিকাস এবং দিয়েগো জটা। নেমেই সিমিকাসের কর্নার থেকে হেডে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান জটা। বদলি নেমে মাত্র ২২ সেকেন্ডেই এই গোল করেন তিনি। এরপরও লিভারপুল বেশ কয়েকটি সুযোগ পেলেও নটিংহ্যামের গোলরক্ষক মাটস সেলস প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ করেন। বিশেষ করে ৭৭ মিনিটে জটার কাছ থেকে নেওয়া শটও রুখে দেন তিনি।
২০ ম্যাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে লিভারপুল এখনো প্রিমিয়ার লিগের শীর্ষে থাকলেও জানুয়ারির টানা দুই ড্র তাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। নটিংহ্যাম ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শীর্ষস্থান ধরে রাখতে এবং শিরোপার লড়াইয়ে নিজেদের জায়গা পাকা করতে লিভারপুলকে এখন নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে।