ইউর্গেন ক্লপের বিদায়ের পর লিভারপুলের সামনে ছিল একটি বড় চ্যালেঞ্জ। গত এক দশকে ক্লপের আক্রমণাত্মক ও কাউন্টারপ্রেসিং কৌশলে সাফল্যের ধারা তৈরি হয়েছিল দলটির। তবে নতুন কোচ আর্নে স্লট সেই ধারায় পরিবর্তন এনে লিভারপুলকে পরিচিত করিয়েছেন ফ্লুইড মোশনের নতুন খেলার কৌশলে। আর সেই কৌশলেই ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি।
অ্যানফিল্ডে অনুষ্ঠিত গত রাতের ম্যাচে ফরাসি ক্লাব লিলের বিপক্ষে লিভারপুল জয় পায় ২-১ গোলে। যদিও ম্যাচটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথমে মোহাম্মদ সালাহর গোল ৩৪ মিনিটে লিভারপুলকে এগিয়ে দিলেও দ্বিতীয়ার্ধে লিল ঘুরে দাঁড়ায়। ৫৯ মিনিটে আইসা মান্দি লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও ৬২ মিনিটে জোনাথন ডেভিডের গোলে সমতা ফেরায় তারা। তবে বদলি খেলোয়াড় হার্ভি এলিয়টের ৬৭ মিনিটের গোলে নিশ্চিত হয় লিভারপুলের জয়।
এই জয় লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নতুন জায়গায় নিয়ে গেছে। আর্নে স্লট হয়েছেন মাত্র দ্বিতীয় কোচ, যিনি চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম সাত ম্যাচেই জয় পেয়েছেন। এর আগে এই রেকর্ড করেছিলেন বায়ার্ন মিউনিখের কোচ হ্যান্সি ফ্লিক।
লিভারপুলের এই সাফল্য ইংলিশ ক্লাব হিসেবেও উল্লেখযোগ্য। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম সাত ম্যাচ জয়ের কীর্তি রয়েছে মাত্র তিনটি ইংলিশ ক্লাবের। লিভারপুলের পাশাপাশি ম্যানচেস্টার সিটি এবং ক্লপের লিভারপুল এই কীর্তি গড়েছিল।
লিভারপুলের এই জয়ের ধারা দলটির ভক্তদের মাঝে নতুন আশার আলো জ্বালিয়েছে। নতুন কৌশল এবং নতুন কোচের হাত ধরে তাদের সাফল্যের গল্প যেন আরও দীর্ঘায়িত হয়—এটাই প্রত্যাশা।