চলমান বিপিএলে শুরুটা মোটেও ভালো হয়নি লিটন দাসের। রানখরায় ভুগে বাদ পড়েছিলেন ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকেও। তবে ফেরার পর নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে ব্যাট হাতে নজর কেড়েছেন তিনি। দুর্বার রাজশাহীর বিপক্ষে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন ১৪৯ রানের বড় জয়।
সিলেটের এই মাঠেই একসময় বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংস খেলেছিলেন লিটন। এবার বিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে নতুন উচ্চতায় পৌঁছালেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেন, “সবার আগে ভগবানকে ধন্যবাদ জানাই। আমি বিগ হিটার নই। তবে আমার ইনিংসে চারের সংখ্যা বেশি থাকে। আজকে আমার দিন ছিল এবং আমি সেটা কাজে লাগানোর চেষ্টা করেছি।”
নিজের এই অসাধারণ ইনিংসের কৃতিত্ব লিটন ভাগ করেছেন দুই বিশেষ ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, “খারাপ সময় কাটানোর সময় আমার স্ত্রী আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন। তাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের দলের টিম বয় শাহীনও আমাকে ভীষণ সহযোগিতা করেছেন।”
শাহীনের সঙ্গে লিটনের সম্পর্ক দীর্ঘদিনের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সময় থেকেই শাহীন তার থ্রোয়ার হিসেবে কাজ করছিলেন। তার অবদানের কথা উল্লেখ করে লিটন বলেন, “শাহীন আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। সে আমার খেলা নিয়মিত দেখে এবং ছোট ছোট গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করে।”
লিটনের এই সেঞ্চুরি শুধু তার ফর্ম ফিরে পাওয়ার ইঙ্গিতই দেয় না, বরং মাঠ ও মাঠের বাইরে যারা তাকে সমর্থন দিয়ে এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করে।