স্প্যানিশ লা লিগায় উত্তেজনা তুঙ্গে। শিরোপার লড়াইয়ে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদ একে অপরকে কড়া টक्कर দিচ্ছে। গতকাল (রোববার) জিরোনার বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্টে সমতা এনেছে রিয়াল মাদ্রিদ, যা প্রতিযোগিতার উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।
টানা তিন ম্যাচ জয়শূন্য থাকার পর অবশেষে ঘুরে দাঁড়িয়েছে কার্লো আনচেলত্তির দল। যদিও পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। তবে দুই দলের সামনের ম্যাচগুলোই শীর্ষস্থান বদলে দিতে পারে।
ম্যাচের শুরুতে কিছুটা ধীরগতিতে খেললেও ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেয় রিয়াল। প্রথম গোল আসে ৪১ মিনিটে, কর্নার থেকে ক্লিয়ার করা বল লুকা মদ্রিচের কাছে পৌঁছালে তিনি দূরপাল্লার দুর্দান্ত ভলিতে জাল কাঁপান। এরপর ৮৩ মিনিটে কিলিয়ান এমবাপের পাস থেকে ভিনিসিয়ুস জুনিয়র দলের দ্বিতীয় গোলটি করেন, জিরোনা গোলরক্ষক পাওলো গাজানিগার ফাঁক গলে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এই জয়ে ২৫ ম্যাচে রিয়াল ও বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৫৪। অন্যদিকে, গত শনিবার ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে সাময়িকভাবে শীর্ষে ওঠা অ্যাতলেতিকো মাদ্রিদ ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ফলে শিরোপার লড়াইয়ে উত্তেজনার পারদ চড়ছে, যেখানে প্রতিটি ম্যাচই হয়ে উঠছে অতি গুরুত্বপূর্ণ।