ভিয়ারিয়ালের মাঠে খেলতে নেমে কিছুটা ক্লান্ত দেখাচ্ছিল রিয়াল মাদ্রিদকে। শুরুতেই মাত্র সাত মিনিটের মাথায় গোল খেয়ে পিছিয়ে পড়ে লস ব্লাঙ্কোসরা। তবে দলকে দারুণভাবে ফিরিয়ে আনেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তার জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে রিয়াল। যদিও দুই ম্যাচ কম খেলা বার্সেলোনা মাত্র তিন পয়েন্ট পিছিয়ে আছে।
শনিবার রাতে ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলতে থাকে ভিয়ারিয়াল। মাত্র পাঁচ মিনিটের মধ্যেই রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া পরপর দুটি শট ঠেকালেও কর্নার থেকে হুয়ান ফয়থের হেডে গোল হজম করে সফরকারীরা। তবে ১০ মিনিট পরই ঘুরে দাঁড়ায় রিয়াল। ব্রাহিম দিয়াজের শট প্রথমে প্রতিপক্ষ গোলরক্ষক আটকে দিলেও ফিরতি বলে জাল খুঁজে নেন এমবাপে।
২৩ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপে, যা রিয়ালকে লিড এনে দেয়। লুকাস ভাসকেজের কাট-ব্যাক থেকে বল পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড। এই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এই জোড়া গোলের সুবাদে লা লিগায় ২০ গোল পূর্ণ করলেন এমবাপে, মাত্র এক গোল বেশি নিয়ে তালিকার শীর্ষে আছেন বার্সার রবার্ট লেভান্ডফস্কি।
দ্বিতীয়ার্ধে ভিয়ারিয়াল বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। আনচেলত্তি ম্যাচের শেষ ভাগে ভিনিসিয়ুস, লুকা মদ্রিচ ও অ্যান্টোনিও রুডিগারকে মাঠে নামিয়ে রিয়ালের গতি বাড়ানোর চেষ্টা করেন, তবে আর কোনো গোল হয়নি।
এই জয়ে ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা এবং ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।