লা লিগার শিরোপা দৌড়ে উত্তেজনা আরও বেড়ে গেল। রায়ো ভায়েকানোকে ২-১ ব্যবধানে হারিয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট সমান করল রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে লিগের শীর্ষস্থান এখন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে, যেখানে মাত্র এক পয়েন্টের ব্যবধানে আছে তিনটি বড় ক্লাব—বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদ।
রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজিত ম্যাচে রিয়ালের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়ুস জুনিয়র। ৩০ মিনিটে এমবাপে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে দলকে এগিয়ে নেন। এরপর মাত্র চার মিনিটের ব্যবধানে একক দক্ষতায় অসাধারণ এক গোল করেন ভিনিসিয়ুস, যা রিয়ালের লিড ২-০ তে নিয়ে যায়।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+২ মিনিট) পেদ্রো দিয়াজ দুর্দান্ত এক শটে গোল করে ব্যবধান কমান রায়ো ভায়েকানোর পক্ষে। আলভারো গার্সিয়ার পাস থেকে বল পেয়ে ডান পায়ের শটে গোল পোস্ট লক্ষ্য করে শট নেন তিনি। প্রথমে ক্রসবারে লেগে বাইরে চলে গেলেও ভিএআরের মাধ্যমে নিশ্চিত হয় যে বল গোললাইন পেরিয়ে গিয়েছে।
দ্বিতীয়ার্ধে দুই দল বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। ফলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
এই জয়ের ফলে ২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে কার্লো আনচেলত্তির দল। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানের কারণে বার্সেলোনা শীর্ষে রয়েছে, যারা ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে, ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদ একই রাতে গেটাফের বিপক্ষে ২-১ গোলে হেরে শিরোপার দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে।
আগামী রোববার বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি লড়াই লিগের শীর্ষস্থান দখলের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ম্যাচের ফলাফলই নির্ধারণ করতে পারে লিগের শেষ ভাগের উত্তেজনা কোন দিকে যাবে।