কক্সবাজারের কুতুবদিয়াসহ বিভিন্ন এলাকায় লবণের বাম্পার উৎপাদন হলেও চাষিরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। জানুয়ারিতে প্রতি মণ লবণ ২৪০ টাকা বিক্রি হলেও ফেব্রুয়ারিতে তা ১৮০-১৮৫ টাকায় নেমে এসেছে। অথচ উৎপাদন খরচ প্রতি মণ ৩৫০ টাকা, ফলে চাষিরা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন।
চাষিরা অভিযোগ করেছেন, মধ্যস্বত্বভোগী ও কার্গো মালিকদের সিন্ডিকেটের কারণে দাম কমেছে। অনেক চাষি লবণ বিক্রি বন্ধ রেখে মাঠে গর্ত করে মজুত করছেন।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জানিয়েছে, চলতি মৌসুমে ৬৮ হাজার একর জমিতে লবণ চাষ হচ্ছে। ন্যায্যমূল্য নিশ্চিত না হলে অনেক চাষি উৎপাদন বন্ধ করে দেবেন, যা ভবিষ্যতে লবণ সংকট তৈরি করতে পারে।