প্রায় তিন দশক পর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হলো কোনো আইসিসি টুর্নামেন্ট—চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। নানা বিতর্কের মধ্যেও সফলভাবে শেষ হয়েছে ৫০ ওভারের এই জমজমাট প্রতিযোগিতা। ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ভারত।
রোববার দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখান। ৮৩ বলে ৭৬ রানের ইনিংস খেলে তিনি দলের জয়ের ভিত গড়ে দেন। তার এই অসাধারণ ইনিংসের জন্যই তাকে ম্যাচসেরার পুরস্কারে ভূষিত করা হয়।
পুরস্কার হাতে নিয়ে রোহিত বলেন, ‘এই জয় সত্যিই বিশেষ কিছু। পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা দারুণ ক্রিকেট খেলেছি, এবং শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সত্যিই আনন্দের।’ নিজের ব্যাটিং কৌশল নিয়ে তিনি বলেন, ‘আমি সবসময় এই স্টাইলে খেলিনি, তবে দলের জন্য নতুন কিছু করতে চেয়েছি। ম্যানেজমেন্ট ও সতীর্থদের সমর্থন পেয়েছি বলেই এটা সম্ভব হয়েছে।’
অন্যদিকে, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের টপ-অর্ডার ব্যাটসম্যান রাচিন রাবিন্দ্রা। পুরো টুর্নামেন্টে মাত্র ৪ ইনিংস খেলে তিনি ২৬৩ রান করেন, যার গড় ছিল ৬৫.৭৫ এবং স্ট্রাইক রেট ১০৬.৪৭।
পুরস্কার গ্রহণের সময় রাবিন্দ্রা বলেন, ‘এটি মিশ্র অনুভূতি। ব্যক্তিগত স্বীকৃতি ভালো লাগছে, তবে দল হিসেবে শিরোপা জিততে পারলে আরও ভালো লাগত। ক্রিকেট খুবই নির্মম খেলা, তবে আমি গর্বিত যে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরেছি।’
এতদিন ধরে রাচিন রাবিন্দ্রার করা সব সেঞ্চুরিই এসেছে আইসিসি টুর্নামেন্টে। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘হয়তো ভালো উইকেটের সুবিধা পাই বলে পারফর্ম করতে পারি। তাছাড়া টুর্নামেন্ট ফরম্যাট আমার পছন্দ, কারণ এখানে নির্দিষ্ট লক্ষ্য থাকে, যা আমাকে আরও অনুপ্রাণিত করে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ভারতের এই জয় তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধার করল, যা দলটির জন্য আরেকটি গৌরবময় মুহূর্ত হয়ে রইল।