এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে ইস্তেগলালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল আল নাসর। তবে সেই ম্যাচে খেলেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ফিরতি পর্বে ঘরের মাঠে খেলতে নেমেই নিজের অভিজ্ঞতার ছাপ রাখলেন সিআর সেভেন। তার সঙ্গে জোড়া গোল করলেন জন ডুরান।
রোনালদো ও ডুরানের গোলের সুবাদে ইস্তেগলালকে ৩-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সৌদি ক্লাব আল নাসর। দুই লেগ মিলিয়ে মোট ৩-০ গোলের জয় পেল দলটি।
অন্যদিকে, দোহায় অনুষ্ঠিত আরেক ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলকে ৩-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টারে জায়গা নিশ্চিত করেছে কাতারের ক্লাব আল সা’দ। দুই লেগ মিলিয়ে তাদের জয় ৪-২ ব্যবধানে।
কোয়ার্টার ফাইনালসহ বাকি ম্যাচগুলো আগামী ২৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে।
ম্যাচের শুরুতেই (৯ মিনিটে) জন ডুরান আল নাসরকে এগিয়ে দেন। ইস্তেগলাল গোলরক্ষকের ভুলে বল পেয়ে দুর্দান্ত শটে বল জালে পাঠান তিনি। এরপর ২৭ মিনিটে সাদিও মানেকে ফাউল করায় পেনাল্টি পায় আল নাসর, যা থেকে সহজেই গোল করেন রোনালদো। এটি ছিল তার ক্যারিয়ারের ৯২৭তম গোল।
প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১ মিনিটে) ইস্তেগলালের মেহরান আহমাদি কনুই দিয়ে প্রতিপক্ষকে আঘাত করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন, ফলে ১০ জনের দলে পরিণত হয় ইস্তেগলাল।
ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন জন ডুরান। ম্যাচ শেষে সাদিও মানে বলেন, ‘আমরা দুর্দান্ত খেলেছি এবং বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছি, যার মধ্যে তিনটি কাজে লাগাতে পেরেছি।’