সৌদি প্রো লিগে আরও একটি দারুণ জয় তুলে নিয়েছে আল নাসর। শুক্রবার রাতে ঘরের মাঠে আল খুলুদের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে তারা। দলের হয়ে গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, সাদিও মানে ও জন ডুরান।
এই জয়ের পর আল নাসরের পয়েন্ট দাঁড়িয়েছে ২৫ ম্যাচে ৫১। তবে শীর্ষে থাকা আল ইত্তিহাদের (৬১ পয়েন্ট) সঙ্গে ব্যবধান এখনো ১০ পয়েন্টের। ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল হিলাল।
ম্যাচের শুরুতেই আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। চতুর্থ মিনিটেই দারুণ এক গোল করেন পর্তুগিজ সুপারস্টার, যা তার ক্যারিয়ারের ৯২৮তম গোল। এরপর ২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। ৪১তম মিনিটে কলম্বিয়ান ফরোয়ার্ড জন ডুরানের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর।
তবে দ্বিতীয়ার্ধে কিছুটা বিপাকে পড়ে তারা। ৫৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নওয়াফ বউশাল, ফলে ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। এরপর ৭২তম মিনিটে আল নাসরের আলি লাজামির আত্মঘাতী গোলে এক গোল শোধ করে আল খুলুদ।
ম্যাচ শেষে ইনস্টাগ্রামে বিজয় উদযাপন করেন রোনালদো। তিনি লেখেন, “আরেকটি গুরুত্বপূর্ণ জয়, চলতে থাকুক এই ধারাবাহিকতা!”
এদিকে, উয়েফা নেশন্স কাপের কোয়ার্টার ফাইনালে অংশ নিতে পর্তুগাল জাতীয় দলে ডাক পেয়েছেন রোনালদো। ডেনমার্কের বিপক্ষে ২০ ও ২৩ মার্চ দুই লেগের ম্যাচ খেলবে তার দল।