ফুটবল ইতিহাসে কে সর্বকালের সেরা—এই বিতর্ক বহু বছর ধরে চলছে। কেউ লিওনেল মেসিকে সেরা মানেন, কেউবা দিয়েগো ম্যারাডোনা কিংবা পেলেকে। তবে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো মনে করেন, এই তালিকায় তিনি নিজেই সবার ওপরে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ফুটবলের প্রতিটি ক্ষেত্রে তার দক্ষতা অনন্য, যা অন্য কোনো খেলোয়াড়ের নেই।
রোনালদো তার দাবির স্বপক্ষে পরিসংখ্যানের দিকেই নজর দিতে বলেছেন। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। এখন পর্যন্ত তার গোল সংখ্যা ৯২৩টি। সর্বশেষ ম্যাচেও তিনি দুটি গোল করেছেন, যা তার ধারাবাহিকতা প্রমাণ করে। তিনি বলেন, “ইতিহাসের সেরা গোলদাতা কে? এটা সংখ্যার বিষয়। পরিসংখ্যানই সব বলে দেবে।”
এছাড়া, হেড, বাঁ পা, ডান পা, ফ্রি কিক, পেনাল্টি—সবক্ষেত্রেই তিনি দক্ষতার শীর্ষে আছেন বলে দাবি করেছেন। বাঁ-পায়ের খেলোয়াড় না হয়েও ইতিহাসের সেরা বাঁ-পায়ের গোলদাতাদের মধ্যে তিনি শীর্ষ দশে আছেন, যা তাকে আরও পরিপূর্ণ ফুটবলার হিসেবে প্রমাণ করে।
তবে অন্য ফুটবল তারকাদের ভক্তদের প্রতি রোনালদোর সম্মান রয়েছে। তিনি বলেছেন, “আপনি যদি মেসি, ম্যারাডোনা বা পেলেকে পছন্দ করেন, আমি সেটা সম্মান করি। কিন্তু কেউ যদি বলে আমি পরিপূর্ণ নই, সেটা মানতে পারব না। আমার মতো পরিপূর্ণ আর কেউ নেই। আমি এটা হৃদয় থেকে বলছি।”
ফুটবল ক্যারিয়ারে এত কিছু অর্জনের পরও রোনালদোর অবসরের কোনো পরিকল্পনা নেই। বরং প্রতিদিন নিজেকে আরও ভালো করার চেষ্টাই তাকে অনুপ্রাণিত করছে। তার ভাষায়, “আমি এতটাই প্রতিযোগিতামূলক যে মাঝে মাঝে ভুলে যাই, আমি কী অর্জন করেছি। কারণ, প্রতি বছর আরও ভালো করার তাড়না আমার মধ্যে থাকে। আমার মতো কেউ হলে ১০ বছর আগেই ফুটবল ছেড়ে দিতো। কিন্তু আমি আলাদা, ব্যস।”
বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে খেলছেন রোনালদো। অনেকে সৌদি লিগের মান নিয়ে প্রশ্ন তুললেও তিনি মনে করেন, না জেনে এই লিগকে ছোট করা উচিত নয়। তিনি বলেছেন, “অনেকেই না জেনেই সৌদি ফুটবল নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। এটা দুঃখজনক। ফুটবলের মান শুধু লিগ দিয়ে বিচার করা যায় না, খেলোয়াড়দেরও মূল্যায়ন করা উচিত। এখানে যারা খেলছেন, তাদের প্রতি সম্মান দেখানো প্রয়োজন।”
ফুটবলে সেরা কে, তা নিয়ে বিতর্ক চিরকাল থাকবে। তবে রোনালদো তার অবস্থান পরিষ্কার করেছেন—তিনি নিজেকে সর্বকালের সেরা মনে করেন, এবং পরিসংখ্যানও তার পক্ষে কথা বলে।