মাত্র ১৭ বছর বয়সেই বার্সেলোনার অন্যতম উজ্জ্বল তারকা হয়ে উঠেছেন লামিনে ইয়ামাল। সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রোজা রেখেই মাঠে নেমেছিলেন তিনি, যেখানে গোল এবং অ্যাসিস্ট করে আলোচনায় আসেন। এবার স্পেন জাতীয় দলের হয়েও রোজা রেখে মাঠে নামতে যাচ্ছেন এই প্রতিভাবান ফুটবলার, যা দেশটির ফুটবল ইতিহাসে প্রথমবার ঘটতে যাচ্ছে।
ইতালির ফুটবল বিশ্লেষক ফ্যাব্রিজিও রোমানোর মতে, ইয়ামাল স্পেনের জাতীয় দলে প্রথম মুসলিম খেলোয়াড় হিসেবে রোজা রেখে ম্যাচ খেলবেন। তার এই সিদ্ধান্ত এসেছে পরিবারের প্রতি শ্রদ্ধা ও ধর্মীয় অনুশাসনের প্রতি ভালোবাসা থেকে।
আগামী ২১ ও ২৪ মার্চ নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে স্পেন। দলের অপরিহার্য সদস্য হিসেবে ইয়ামালকেও স্কোয়াডে রাখা হয়েছে। সংবাদমাধ্যমগুলো বলছে, অনুশীলনের সময়ও তিনি নিয়মিত রোজা পালন করছেন।
স্পেনে প্রায় ২৫ লাখ মুসলিম বাস করেন, যারা রমজানে ধর্মীয় অনুশাসন মেনে চলে। ইউরোপের অনেক ফুটবল ক্লাবই রোজাদার খেলোয়াড়দের জন্য খেলার মাঝে ইফতারের বিরতি রাখার সুযোগ দেয়। তবে এবার নেশন্স লিগের ম্যাচেও এমন কোনো ব্যবস্থা রাখা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
২০২৪ সালেও ইয়ামালের রমজান মাসে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল, যদিও তখন তিনি রোজা রেখে মাঠে নামেননি। এবার তিনি সেই ইতিহাস বদলে দিচ্ছেন, যা স্পেনের ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।