ফরাসি লিগ ওয়ানে মাত্র এক লাল কার্ডের জেরেই ৯ মাসের নিষেধাজ্ঞার মুখে পড়লেন অলিম্পিক লিওঁর কোচ পাউলো ফন্সেকা। গত ২ মার্চ লিওঁ-ব্রেস্ত ম্যাচে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। বিতর্কের একপর্যায়ে মাথা দিয়ে রেফারিকে আঘাত করেন এই পর্তুগিজ কোচ।
প্রথমে রেফারি লিওঁর বিপক্ষে একটি পেনাল্টির সিদ্ধান্ত দেন, যা ভিএআরের মাধ্যমে পরবর্তীতে বদলে যায়। তবে ফন্সেকার উত্তেজিত প্রতিক্রিয়া আর শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে সঙ্গে সঙ্গেই লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ম্যাচটি অবশ্য লিওঁ ২-১ গোলে জিতে নেয়।
ফ্রেঞ্চ প্রফেশনাল ফুটবল লিগ এক বিবৃতিতে জানিয়েছে, ফন্সেকা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারবেন না। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ড্রেসিংরুম, মাঠ, টানেল বা করিডরেও প্রবেশের অনুমতি পাবেন না।
এই নিষেধাজ্ঞাকে ‘অভূতপূর্ব’ বলে মন্তব্য করেছে লিওঁ ক্লাব। ৫২ বছর বয়সী এই কোচের অধীনে দল এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে, যার মধ্যে তিনটিতে জয় এবং দুইটিতে পরাজয় রয়েছে। দলটি বর্তমানে ২৪ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে ষষ্ঠ স্থানে রয়েছে।
এদিকে, ফ্রেঞ্চ লিগে বিতর্কিত আচরণের জন্য এর আগেও কঠোর শাস্তির নজির রয়েছে। সম্প্রতি অলিম্পিক মার্শেইয়ের সভাপতি পাবলো লোঙ্গোরিয়া রেফারিকে ‘দুর্নীতিবাজ’ বলার কারণে ১৫ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। এবার ফন্সেকার ৯ মাসের নিষেধাজ্ঞা ফরাসি ফুটবলে নতুন আলোচনার জন্ম দিলো।