সাবিনা ইয়াসমীন, বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী, দীর্ঘ চিকিৎসা শেষে আবারও গানে ফিরছেন। গত বছর সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা করার পর তাঁর শরীরে নতুন কিছু জটিলতা ধরা পড়ে, যার পর তাঁকে অস্ত্রোপচার এবং ৩০টি রেডিওথেরাপি নিতে হয়। চার মাস ধরে চলা চিকিৎসার পর, সাবিনা এখন সুস্থ হয়ে আবার মঞ্চে গান গাইতে প্রস্তুত।
গত বছর ৭ ফেব্রুয়ারি অস্ত্রোপচার হওয়ার পর, সাবিনা প্রায় চার মাস সিঙ্গাপুরে রেডিওথেরাপি নেন এবং তার পর দেশে ফিরে আসেন। এই সময়টিকে তিনি জীবনের সবচেয়ে কঠিন সময় হিসেবে বর্ণনা করেছেন। চিকিৎসার সময় তাঁর বন্ধু মিলিয়া সাবেদ তাঁর পাশে ছিলেন, যিনি তাঁকে মানসিক সাপোর্ট এবং সাহস দিয়েছেন।
গানে ফিরতে প্রস্তুত হয়ে সাবিনা বলেন, “আমি গানের মানুষ, গান ছাড়া কিছু ভাবতেই পারি না। আল্লাহর রহমতে গানে ফিরছি, যা আমার জন্য অনেক আনন্দের ব্যাপার।” ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ঢাকায় দুটি বড় অনুষ্ঠানে পারফর্ম করবেন সাবিনা। এছাড়াও, নতুন গানের রেকর্ডিংয়ের পরিকল্পনাও রয়েছে তার।
এদিকে, ১৯৬২ সালে ছোটদের গানে প্রথম কণ্ঠ দেওয়া সাবিনা ইয়াসমীন, দীর্ঘ সংগীতজীবনে একাধিক সিনেমার গান গেয়েছেন এবং বাংলা গানের একটি অপরিহার্য নাম হয়ে উঠেছেন।