নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে আহত দুই কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহতরা হলেন রাশেদুল ইসলাম ও হৃদয়।
মঙ্গলবার সন্ধ্যায় তারাবো পৌরসভার পুরান বাজার এলাকায় শিমুল ও শ্রাবণ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত দুই কিশোরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার ভোরে তাদের মৃত্যু হয়।
এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুনরায় সংঘর্ষের আশঙ্কা রয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।