গত অক্টোবরে লা লিগায় রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে বার্সেলোনা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিল। নতুন বছরে স্প্যানিশ সুপারকোপার ফাইনালে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেলেও রিয়াল এবারও বার্সার সামনে দাঁড়াতেই পারেনি। সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ফাইনালে ৫-২ গোলের বড় ব্যবধানে হেরে ট্রফি স্বপ্নভঙ্গ হয়েছে রিয়ালের।
বার্সেলোনা এই জয়ের মাধ্যমে সুপারকোপায় নিজেদের শিরোপার সংখ্যা বাড়িয়ে নিয়েছে ১৫-তে। হানসি ফ্লিকের দলের এই সাফল্য রিয়ালের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে দিয়েছে। অপরদিকে রিয়ালের শিরোপার সংখ্যা ১৩-তেই থেকে গেছে।
ম্যাচের শুরুটা অবশ্য রিয়ালের পক্ষেই ছিল। ৫ মিনিটে কিলিয়ান এমবাপে গোল করে দলকে এগিয়ে নেন। তবে ২২ মিনিটে লামিন ইয়ামালের গোলে সমতা ফেরায় বার্সা। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় বার্সেলোনা।
৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রবার্ট লেওয়ানডস্কি। তার ২-১ গোলের লিডকে আরও শক্তিশালী করেন রাফিনহা এবং আলেজান্দ্রো বালদে। প্রথমার্ধের শেষ সময়ে বার্সা ৪-১ গোলে এগিয়ে যায়।
দ্বিতীয়ার্ধে রাফিনহা তার দ্বিতীয় গোল করেন। ৫-১ ব্যবধানে এগিয়ে গেলে ম্যাচ কার্যত বার্সার নিয়ন্ত্রণে চলে যায়। তবে ৫৬ মিনিটে বার্সার গোলরক্ষক ভয়চেক সিজনি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের দল নিয়ে খেলতে থাকা বার্সার বিপক্ষে রিয়াল আর একটি মাত্র গোল করতে সক্ষম হয়, যা করেন রদ্রিগো।
শেষ পর্যন্ত বার্সার রক্ষণ দেয়াল ভাঙতে ব্যর্থ হয় রিয়াল। এল ক্লাসিকোর এই জয় বার্সার জন্য নতুন বছরকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছে। অন্যদিকে রিয়ালের জন্য এটি আরও একটি হতাশার অধ্যায়।