চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় ছিল রিয়াল মাদ্রিদ। তবে নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সালজবুর্গের বিপক্ষে ৫-১ গোলের জয়ে নতুন করে আশা জাগিয়েছে ১৫ বারের ইউরোপ সেরা ক্লাবটি। এই বড় ব্যবধানে জয় তাদের শুধু পরবর্তী রাউন্ডের স্বপ্নকেই জাগিয়ে রাখেনি, বরং গোল ব্যবধানের হিসাবেও বাড়িয়েছে স্বস্তি।
প্রথম ২০ মিনিটে সালজবুর্গ ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। একের পর এক আক্রমণে রিয়ালের রক্ষণভাগকে চাপের মুখে ফেলে তারা। কিন্তু ম্যাচের ২৩তম মিনিটে প্রথম শটেই এগিয়ে যায় রিয়াল। কিলিয়ান এমবাপের পাসে ভিনিসিয়ুস জুনিয়র ডি-বক্সে লম্বা ক্রস বাড়ালে, বেলিংহ্যাম পা লাগালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। সেই বলই দারুণ শটে জালে জড়ান রদ্রিগো। এরপর ৩৪তম মিনিটে বেলিংহ্যামের ব্যাকহিল পাস ধরে রদ্রিগো আবারও গোল করেন, যা রিয়ালের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়।
দ্বিতীয়ার্ধে সালজবুর্গের গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে গোল করেন এমবাপে। এরপর ভিনিসিয়ুস জুনিয়র দুর্দান্ত ড্রিবলিং করে বক্সে ঢুকে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে পরাস্ত করে গোল করেন। ৭৮ মিনিটে ফেদেরিকো ভালভের্দের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন ভিনিসিয়ুস।
সালজবুর্গের হয়ে একমাত্র গোলটি করেন মাডস, নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ছয় গজ বক্সের বাইরে থেকে শটে। তবে ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে।
এই জয়ে সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ উঠে এসেছে পয়েন্ট টেবিলের ১৬তম স্থানে। সমান পয়েন্টে জার্মানির বায়ার্ন মিউনিখ এবং বরুশিয়া ডর্টমুন্ডও রয়েছে। রিয়ালের জন্য পরবর্তী রাউন্ডে যাওয়ার লড়াই এখনও কঠিন হলেও, এই জয়ে নতুন করে স্বপ্ন দেখছে আনচেলত্তির শিষ্যরা।