রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয়ের আনন্দে ভাসছিল বার্সেলোনা। তবে এই উদযাপনের মাঝেই চোটের দুঃসংবাদ এল দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার ইনিগো মার্তিনেসের কাছ থেকে।
মার্তিনেস হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হয়েছেন, যা তাকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে রাখবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কমপক্ষে এক মাস খেলতে পারবেন না তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তার ডান পায়ের ফিমোরাল বাইসেপসের পেশি ছিঁড়ে গেছে। চোটের চূড়ান্ত বিশ্লেষণ এবং পুনর্বাসনের সময়সীমা নির্ধারণের জন্য আরও কিছু পরীক্ষা প্রয়োজন।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালের বিপক্ষে ম্যাচের ২৯তম মিনিটে চোট পান মার্তিনেস। মাঠ ছাড়ার পর আর খেলা সম্ভব হয়নি তার। এই মৌসুমে বার্সার হয়ে ২৮ ম্যাচের মধ্যে ২৭টিতেই অংশ নেওয়া মার্তিনেস ছিলেন দলের এক অবিচ্ছেদ্য অংশ।
চোটের এই দুঃসংবাদ সত্ত্বেও ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে বার্সা ৫-২ ব্যবধানে রিয়ালকে পরাজিত করে শিরোপা ঘরে তুলেছে। কার্লো আনচেলত্তির রিয়ালকে উড়িয়ে দিয়ে বার্সেলোনা তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে।
তবে মার্তিনেসের অনুপস্থিতি বার্সার রক্ষণভাগে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে চিন্তিত কোচ জাভি হার্নান্দেজ। দলের সামনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে এই অভিজ্ঞ ডিফেন্ডারকে মিস করবে কাতালানরা।