যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিয়েছেন, যদি ৩০ দিনের যুদ্ধবিরতি চুক্তি না মানা হয়, তবে রুশ অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য তিনি প্রস্তুত। বুধবার ট্রাম্প তার ওভাল অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলেন, “যদি যুদ্ধবিরতি চুক্তি বাতিল হয়, তাহলে পরিণতি খুবই খারাপ হবে।”
এদিন, রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে বৈঠক শেষে কিয়েভ ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হলেও, মস্কো এখনও এ বিষয়ে তাদের অবস্থান জানায়নি। রাশিয়া এই সময়কালকে অস্থায়ী হিসেবেই দেখছে এবং যুদ্ধ থামানোর জন্য একটি দীর্ঘমেয়াদি সমাধান প্রয়োজন বলে জানিয়েছে।
এদিকে, ট্রাম্প বলেছেন, “আমি এমন কিছু করতে পারি যা রাশিয়ার জন্য সুখকর হবে না, তবে আমি চাই না তা ঘটুক, কারণ আমি শান্তিতে বিশ্বাসী।”
রাশিয়া এই যুদ্ধবিরতি চুক্তি শর্তসাপেক্ষে গ্রহণ করেছে, এবং ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ গ্রহণ না করতে এবং রাশিয়ার দখলে থাকা অঞ্চলের আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেছে।
মস্কো আরও জানায়, ইউক্রেনে ন্যাটো সমর্থিত কোনো দেশের ‘শান্তিরক্ষী’ বাহিনী থাকা চলবে না। তবে, ট্রাম্পের পক্ষ থেকে করা মন্তব্য এবং চুক্তি নিয়ে চলমান আলোচনার মধ্যে রাশিয়া এখনও নিজের অবস্থানে অটল।