রাম চরণের আসন্ন চলচ্চিত্র গেম চেঞ্জার-এর প্রচার অনুষ্ঠান শেষে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ভক্ত। এই দুর্ঘটনা ঘটেছে অন্ধ্র প্রদেশের রাজামহেন্দ্রবরম এলাকায়, যেখানে ছবিটির ১০ জানুয়ারি মুক্তির আগে একটি প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল।
হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে জানা গেছে, আরভা মনিকান্ত (২৩) এবং ঠোকাদা চরণ (২২) নামের দুই ভক্ত মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
এর কয়েকদিন আগেই আল্লু অর্জুনের পুষ্পা ২ ছবির প্রিমিয়ারে ভিড়ের চাপে এক ভক্তের মৃত্যু হয়েছিল।
এই দুঃখজনক ঘটনার পর রাম চরণ তার শোক প্রকাশ করে বলেন, “এই দুই ভক্তের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”
গেম চেঞ্জার ছবির প্রযোজনা দল নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছে। পাশাপাশি, অন্ধ্র প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী এবং অভিনেতা পবন কল্যাণ, যিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিহতদের পরিবারের জন্য অতিরিক্ত ৫ লাখ টাকা করে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।