রাজধানীর রামপুরায় কভার্ড ভ্যানের চাপায় এসএম মোয়াজ্জেম হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে টিভি ভবনের ৪ নম্বর গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, মোয়াজ্জেম হোসেন একজন সিভিল ইঞ্জিনিয়ার। মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি নরসিংদীর শিবপুরের বাসিন্দা এবং উত্তর শাহজাহানপুরে পরিবার নিয়ে বসবাস করতেন।
মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।