রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথমবর্ষে পোষ্য কোটা বাতিল করেছে প্রশাসন। শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দুই উপ-উপাচার্যসহ দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে ১২ ঘণ্টা অবরুদ্ধ রাখার পর এ সিদ্ধান্ত আসে।
আগে শিক্ষকদের সন্তানদের জন্য ৪% কোটা ছিল, যা নতুন প্রশাসন ১%-এ কমিয়ে দেয়। এরপর শিক্ষার্থীদের চাপের মুখে সেটিও বাতিল করা হয়। তবে কর্মকর্তা-কর্মচারীরা সিদ্ধান্তের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন।
উপাচার্য সালেহ্ হাসান নকীব শিক্ষাবর্ষ থেকেই কোটা বাতিল কার্যকর করার প্রতিশ্রুতি দেন। আন্দোলনের পর শিক্ষার্থীরা বিজয় মিছিল করেন।