বিপিএলে রাজশাহীর প্রত্যাবর্তন হয়েছিল আলোচনার বিষয়, তবে দলের পারফরম্যান্স প্রত্যাশার সাথে মেলেনি। দল গঠন প্রক্রিয়া নিয়ে আছেন কিছু অসন্তুষ্টি, আর বেতন সংক্রান্ত জটিলতাও তৈরি হয়েছে। এসব বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অধিনায়ক তাসকিন আহমেদ।
বিপিএলের মাঝে অধিনায়ক বদলানোর পর তাসকিন আহমেদ দলের দায়িত্ব নেন। তবে প্রথম ম্যাচেই চিটাগাং কিংসের কাছে তারা ১১১ রানে হেরে যায়। তাসকিন বলেন, “আমাদের দল একটু দুর্বল, কিছু ভালো দেশি খেলোয়াড় থাকলেও বিদেশি খেলোয়াড়রা তেমন বড় নাম নয়।” এছাড়াও তিনি বলেন, “দল গঠনের সময় কিছু ভুল হতে পারে, এখন যেহেতু ৩টি ম্যাচ বাকি, দুটো জিতলেই সুযোগ থাকবে।”
তাসকিন আরও বলেন, “আমাদের কোয়ালিটিফুল প্লেয়ারদের অভাব রয়েছে। যদিও খারাপ সময় এসেছে, তবে ভবিষ্যতে ভালো দিনের আশায় আছি।”
এছাড়া, অধিনায়ক পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে তাসকিন বলেন, “এটা ম্যানেজমেন্ট ও মালিকদের সিদ্ধান্ত ছিল। আমি বিজয় ভাইয়ের সাথে অনেকদিন খেলেছি, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আমি কিছু ম্যাচে নেতৃত্ব দেব।”
তাসকিনের ধারাবাহিক পারফরম্যান্সের প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা। তিনি বলেন, “প্রতিটি ম্যাচে পরিস্থিতি বুঝে পরিকল্পনা করে খেলি, নিজেকে প্রতিদিন উন্নত করার চেষ্টা করি। খারাপ দিন আসতেই পারে, কিন্তু প্রতিদিন নতুনভাবে শুরু করতে হয়।”