বিপিএল ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী পারিশ্রমিক না পাওয়ার কারণে বেশ কিছুদিন অনুশীলন থেকে বিরত ছিল। স্থানীয় ক্রিকেটারদের ক্ষোভ ও অসন্তোষের কারণে গতকাল অনুশীলন বাতিল করা হয়, তবে পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে পারিশ্রমিক প্রদানের আশ্বাস পেয়ে আজ অনুশীলনে ফিরে এসেছে দল।
বিপিএল প্রায় অর্ধেক পেরিয়ে গেলেও রাজশাহী দলের ক্রিকেটাররা এখন পর্যন্ত তাদের পাওনা এক টাকাও পাননি। দলের সদস্যরা জানিয়ে ছিলেন, পারিশ্রমিক না পাওয়ার কারণে তারা অনুশীলন বয়কট করেছেন। তবে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ দাবি করেছেন, ক্রিকেটারদের চাওয়ার উপর ভিত্তি করেই বিশ্রামের ব্যবস্থা করা হয়েছিল। তিনি জানিয়েছেন, ১৬ জানুয়ারির মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করা হবে।
এদিকে, রাজশাহী দলের পারফরম্যান্সও সন্তোষজনক ছিল না। ৬ ম্যাচে ২ জয় নিয়ে তারা পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। আগামী ১৭ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী।