অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বৃহস্পতিবার রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়া পর্যবেক্ষণ করবেন। ৫৫ ইনফ্যান্ট্রি ডিভিশনের তত্ত্বাবধানে চক্রখাপুরা ও চররমনগর এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হবে।
ড. ইউনুস সকাল ১১টা ১৫ মিনিটে হেলিকপ্টারে চক্রখাপুরা সামরিক প্রশিক্ষণ এলাকায় পৌঁছাবেন। তাকে স্বাগত জানাবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌপ্রধান অ্যাডমিরাল এম নজমুল হাসান, বিমানপ্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, এবং জেসোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।
মহড়ায় পদাতিক, আর্টিলারি, ইঞ্জিনিয়ার, কমান্ডোসহ বিভিন্ন বাহিনী অংশ নেবে। পাশাপাশি সেনাবাহিনীর ট্যাংক, বিমান বাহিনীর যুদ্ধবিমান, হেলিকপ্টার ও প্যারাট্রুপারদের দক্ষতা প্রদর্শিত হবে।
মহড়া শেষে ড. ইউনুস সমাপনী বক্তব্য দেবেন। এদিন সেনাপ্রধান স্থানীয়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবেন এবং একটি প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।