বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বড় মাঠে এক শ্রমিক-জনতার মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে বললেন, কিছু রাজনৈতিক দল এবং গোষ্ঠী দেশের সাধারণ মানুষের স্বার্থের প্রতি কোন মনোযোগ না দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে। তিনি মন্তব্য করেন, সালমান এফ রহমান তার ব্যক্তিগত স্বার্থে ঢাকা-১ ও ঢাকা-২ আসন ভেঙে নতুন আসন তৈরি করেছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার অনুগতরা এখনও দেশের ভিতরে ষড়যন্ত্রে মেতে উঠেছে।
সারজিস আলম আরও বলেন, কিছু গোষ্ঠী দেশের মানুষের জন্য কাজ না করে বরং নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে। তিনি আশ্বাস দেন, ছাত্ররা এই সমস্ত ষড়যন্ত্র ও স্বার্থের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং তাদের উদ্দেশ্য সফল হতে দেবে না। তিনি দাবি করেন, বর্তমানে সবার মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন, যা দেশের তরুণ, শ্রমিক, কৃষকসহ সব শ্রেণির মানুষের মধ্যে ন্যায়ের দাবি আদায়ের জন্য জরুরি।
কেরানীগঞ্জের চাঁদাবাজি নিয়ে তিনি বলেন, যদিও বর্তমান সরকারের সময়েও চাঁদাবাজি বন্ধ হয়নি, তবে এখন এই কার্যক্রমের হাল ধরেছে অন্য পক্ষ। তিনি জনগণকে সতর্ক করে বলেন, দেশের মানুষের অধিকার রক্ষায় সবাইকে একত্রিত হয়ে এই অনিয়মের বিরুদ্ধে কাজ করতে হবে।
এছাড়া, সারজিস আলম কেরানীগঞ্জের খালগুলোকে নর্দমার মতো অবস্থা দেখে দুঃখ প্রকাশ করেন এবং বলেন, খালগুলো খনন করে যদি ভালোভাবে ব্যবহার করা যেত, তাহলে কেরানীগঞ্জ একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারত। কিন্তু দুর্নীতি ও অপকর্মের কারণে এ সম্ভাবনা নষ্ট হয়েছে।
এদিকে, সারজিস আলম যুবকদের জন্য একটি সুস্থ এবং স্বাভাবিক জীবনযাত্রার পরিবেশ নিশ্চিত করার জন্য সবাইকে সচেতন করার আহ্বান জানান। তিনি নতুন রাজনৈতিক নেতৃত্বের প্রতি বিশ্বাস ব্যক্ত করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যত বাংলাদেশের উন্নতি নিশ্চিত হবে।