সারাদেশে আজ সকাল ৭টা ৫ মিনিটে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির কম্পন রাজধানীসহ নেপাল, ভারত, ভুটান এবং চীনের বিভিন্ন অঞ্চলে টের পাওয়া গেছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপাল-চীন সীমান্তে। এটি নেপালের লেবুচি এলাকা থেকে প্রায় ৯৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১ এবং এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার, যা একে বিশেষভাবে অনুভূতিযোগ্য করে তুলেছে।
প্রাথমিক খবরে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখ্য, এর কয়েকদিন আগেই, ৩ জানুয়ারি, ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের অভ্যন্তরে।