বুলাওয়েতে ইতিহাস গড়ল আফগানিস্তান, জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়ে নিজেদের প্রথম টেস্ট সিরিজ জয় নিশ্চিত করল। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬৬ রানে ৭ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেন রশিদ খান।
শেষ দিনে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ৭৩ রান, তবে মাত্র ১৫ মিনিটের মধ্যে আফগান স্পিন আক্রমণের সামনে তারা অলআউট হয়। রশিদ ছাড়াও জিয়া-উর-রহমানের বোলিং জিম্বাবুয়ের পতন ত্বরান্বিত করে।
সিরিজে আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদির নেতৃত্বে দল প্রথমবারের মতো সিরিজ জয় উদযাপন করল। সিরিজসেরা হন রহমত শাহ।