রমজান মাসের শুরুতে সাধারণ বাজারের দাম বাড়ছে। চাল, ডাল, ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের পর এবার ইফতার পণ্যে দাম বেড়েছে। বিশেষ করে মুড়ি, সরিষার তেল, বেসন, ফলমূল সহ আরও অনেক পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। মুড়ির দাম একদিনে ৩০ টাকা বেড়ে ৯০-১০০ টাকা কেজি হয়ে গেছে। সরিষার তেলের দাম প্রতি তিন লিটার বক্সে ৩০০ টাকা বেড়ে ৩০০০-৩১০০ টাকা হয়ে দাঁড়িয়েছে।
বাজারে সয়াবিন তেল এখনো অপ্রাপ্য। তবে, খেজুরের দাম পাইকারিতে কমলেও খুচরা বাজারে দাম বেড়েছে। রমজানকে সামনে রেখে পণ্যের দাম নিয়ন্ত্রণের জন্য বাজার তদারকি জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক।
এছাড়া, বিভিন্ন ফলমূলের দামও বেড়েছে। যেমন, আফ্রিকার আপেলের দাম প্রতি কেজিতে ৩০০-৩৮০ টাকা, সবুজ আপেল ৩৫০-৩৭০ টাকা, এবং কমলার দাম ২২০-২৫০ টাকা কেজি। খুচরা বাজারে মুরগির দামও ২০-৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে ক্রেতারা চরম হতাশ।
এ ব্যাপারে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, “প্রতিবছরের মতো এবারও রমজানে পণ্যের দাম বাড়ানোর এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।”