বিশ্বের অন্যতম রক্তদাতা জেমস হ্যারিসন মারা গেছেন। তাঁর প্লাজমা ২৪ লাখের বেশি শিশুর জীবন বাঁচিয়েছে। আজ সোমবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের একটি নার্সিং হোমে ঘুমন্ত অবস্থায় ৮৮ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
হ্যারিসনের রক্তে বিরল অ্যান্টিবডি অ্যান্টি-ডি ছিল, যা গর্ভবতী মায়েদের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। তিনি ১৮ বছর বয়সে প্লাজমা দান শুরু করেছিলেন এবং ৮১ বছর বয়স পর্যন্ত প্রতি দুই সপ্তাহে তিনি এটি দান করতেন। ২০০৫ সালে সর্বাধিক রক্তের প্লাজমা দান করার বিশ্ব রেকর্ড ছিল হ্যারিসনের, যা ২০২২ সাল পর্যন্ত অটুট ছিল। তাঁর মেয়ে ট্রেসি মেলোশিপ বলেন, তাঁর বাবা রক্তদানে জীবনের সেবা করতে গর্বিত ছিলেন।