হাইভোল্টেজ ম্যাচে প্রত্যাশিত লড়াইয়ের বদলে তামিম ইকবালের ফরচুন বরিশাল চরম ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছে। রংপুর রাইডার্সের সাঁড়াসি বোলিং আক্রমণে বরিশাল ১৮.২ ওভারে মাত্র ১২৪ রানে গুটিয়ে যায়।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে ছিল বরিশাল। জাতীয় দলের নাজমুল হোসেন শান্ত ১০ বলে ৯ রান করে আউট হলে ব্যাটিং বিপর্যয় আরও প্রকট হয়। তামিম ইকবাল ১৮ বলে ২৮ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও লম্বা ইনিংস খেলতে ব্যর্থ হন। তাওহিদ হৃদয় মাত্র ৪ রান করে ফেরেন।
রংপুরের বোলারদের মধ্যে খুশদিল শাহ ৩ উইকেট এবং নাহিদ রানা ও ইফতিখার আহমেদ ২টি করে উইকেট নিয়ে বরিশালের রান তুলতে বাধা দেন। মোহাম্মদ নবি ১৯ বলে ২১ এবং মুশফিকুর রহিম ১৫ রান করলেও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি।
শেষ পর্যন্ত বরিশালের ইনিংস ১২৪ রানে থেমে গেলে রংপুর জয়ের পথে বড়সড় সুবিধা নিয়ে নেয়।