বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল প্রথমবারের মতো যুব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। দেশের হকি ইতিহাসে এটাই প্রথমবার কোনো দলের বিশ্বকাপে অংশগ্রহণ। ওমান থেকে দেশে ফিরে খেলোয়াড়দের তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা পুরস্কার দিয়েছিল হকি ফেডারেশন। আজ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রতি খেলোয়াড়, কোচ, ফিজিও এবং ম্যানেজারকে ৫০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে অনূর্ধ্ব-২১ নারী হকি দলকেও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান খেলোয়াড়দের অনুপ্রাণিত করে বলেন, “দেশের জন্য খেলা গৌরবের বিষয়। এই অর্জন ধরে রাখতে এবং উন্নতি করতে প্রশিক্ষণে আরও মনোযোগী হতে হবে।” তিনি বিসিবিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতার কথা উল্লেখ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আসন্ন ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে যুব হকি বিশ্বকাপ। এই প্রতিযোগিতাকে সামনে রেখে পাঁচ থেকে ছয় মাসের প্রশিক্ষণ ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করছে হকি ফেডারেশন। তবে এই দীর্ঘমেয়াদী ক্যাম্পের জন্য অর্থায়নে বিসিবির মতো অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সাহায্য কামনা করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজ (অব.)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, “তোমরা দেশের দূত। বিদেশের মাটিতে তোমাদের খেলা এবং আচার-ব্যবহার বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। বিসিবি সবসময় সম্ভাবনাময় খেলাগুলোর পাশে থাকবে।”
বিসিবির আর্থিক সমৃদ্ধির বিষয় উল্লেখ করে তিনি জানান, অন্য ফেডারেশনগুলো যেসব আর্থিক সংকটে পড়ে, সেসব সমস্যা সমাধানে বিসিবি সহযোগিতা করতে প্রস্তুত। ফেডারেশন আশাবাদী যে যুব এশিয়া কাপের মতো যুব বিশ্বকাপেও বিসিবির আর্থিক সহায়তা পাওয়া যাবে।
বাংলাদেশ হকির এই সাফল্য দেশের খেলাধুলার ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে। বিশ্বকাপ মঞ্চে ভালো পারফরম্যান্সের মাধ্যমে এই অর্জন আরও উজ্জ্বল হবে বলে আশা করা হচ্ছে।