ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১২-১৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এ সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনায় আসতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
তিনি জানান, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হবে, যেখানে বাংলাদেশ গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে।
এছাড়া, শেখ হাসিনাকে ফেরত না পাঠানোর ফলে ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা ঝুঁকি এবং ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ধ্বংসের ঘটনা নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে।
মোদির সফরের ঘোষণা এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ১০৪ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে সামরিক বিমানে দেশে ফেরত পাঠিয়েছে।