যুক্তরাষ্ট্রে আবারও অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোরে ফিরে এসেছে চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটকের ওপর জারি হওয়া নিষেধাজ্ঞা ৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করায় ব্যবহারকারীরা এখন অ্যাপটি ব্যবহার করতে পারবেন কোনো বাধা ছাড়া।
টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রকদের চাপে পড়ে তাদের কার্যক্রম চালানোর জন্য আপিল করেছিল। এর আগে, ১৯ জানুয়ারির মধ্যে মার্কিন কোনো প্রতিষ্ঠানের কাছে টিকটক বিক্রি করার নির্দেশনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। ফলে মার্কিন সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা বহাল রাখে।
তবে, গত মাসে ট্রাম্প ৭৫ দিনের জন্য নিষেধাজ্ঞা স্থগিত করেন, যা টিকটকের কার্যক্রম চালানোর সুযোগ সৃষ্টি করে। বিশ্লেষক সংস্থা সেন্সর টাওয়ার জানিয়েছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে টিকটক ৫ কোটি ২০ লাখের বেশি বার ডাউনলোড হয়েছে, যা অ্যাপ স্টোরের দ্বিতীয় সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ।