সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জানিয়েছেন, চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করলেও তিনি জনগণের পাশে আছেন।
বুধবার বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে সবাইকে দলীয় সংকীর্ণতা ভুলে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও দাবি করেন, বিএনপির অর্জনকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন ষড়যন্ত্র চলছে।
সাত বছর পর অনুষ্ঠিত এই বর্ধিত সভায় খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্য দেন।