রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় নিজ বাসায় শারমিন আক্তার পপি (২০) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার দুপুরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শারমিন এ বছর এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছিলেন। এক যুবকের হয়রানির শিকার হয়ে মানসিক চাপে তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের অভিযোগ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।