যশোরের ঝিকরগাছা উপজেলায় এক ৪৫ বছর বয়সী মহিলাকে খুঁটির সঙ্গে বেঁধে চুল কেটে এবং মুখে কালি মেখে নির্যাতন করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী মহিলার বিরুদ্ধে তাবিজ-কবজের মাধ্যমে সম্পর্ক নষ্টের চেষ্টার অভিযোগ তোলা হয়েছে। ঘটনাটি রোববার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বেনেয়ালি গ্রামে ঘটেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন ঝিকরগাছা উপজেলার বনেয়ালি গ্রামের শিমুল হোসেন, রনি বেগম, পদ্মপুকুর গ্রামের শারমিন আক্তার রুমি ও রহিমা বেগম। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নির্যাতনের ঘটনার ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ওই মহিলার দুই হাত পিচমোড়া করে লোহার খুঁটির সঙ্গে বাঁধা এবং তাকে ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। চারজন মহিলার মধ্যে একজন মহিলার চুল কেটে দিচ্ছেন, আর মহিলাটি মাথা নিচু করে চিৎকার করছেন। আশেপাশে থাকা লোকজন হাততালি দিয়ে এমন দৃশ্য উপভোগ করছেন এবং মুঠোফোনে ভিডিও ধারণ করছেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানিয়েছেন, তাবিজ-কবজ করে সম্পর্ক নষ্টের চেষ্টার অভিযোগে ওই মহিলাকে নির্যাতন করা হয়েছে। পরে ভুক্তভোগী ওই মহিলা থানায় মামলা করেন এবং মামলার পর এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।