ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি আগেই হয়েছিল ক্লদিও এচেভেরির। ২০২৪ সালের জানুয়ারিতে রিভার প্লেট থেকে ইংলিশ ক্লাবটিতে নাম লেখান এই আর্জেন্টাইন তরুণ। তবে এতদিন তিনি ধারে খেলছিলেন রিভার প্লেটেই। এবার আনুষ্ঠানিকভাবে সিটির খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেলেন ‘নতুন মেসি’ নামে পরিচিত এচেভেরি।
২০২৪ সালের জানুয়ারিতেই সিটিতে যোগ দেওয়ার সুযোগ থাকলেও অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার কারণে সেটি সম্ভব হয়নি। অবশেষে এবার তিনি ম্যানচেস্টার সিটির হয়ে মাঠে নামতে প্রস্তুত। ইংলিশ ক্লাবটির হয়ে ৩০ নম্বর জার্সিতে দেখা যাবে তাকে।
রিভার প্লেট থেকে এক কোটি ২৫ লাখ পাউন্ডের বিনিময়ে চার বছরের বেশি মেয়াদে চুক্তিবদ্ধ হয়েছেন এচেভেরি। ক্লাবের সঙ্গে তার বর্তমান চুক্তি ২০২৮ সাল পর্যন্ত।
সিটির জার্সি গায়ে দেওয়ার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত এই আর্জেন্টাইন তরুণ। তিনি বলেন, “আমি ভাষায় প্রকাশ করতে পারব না, এখানে এসে কতটা রোমাঞ্চিত। অবশেষে নিজেকে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় বলতে পারছি। ফুটবল আমার জীবন, আর আজ আমি স্বপ্নের আরও কাছাকাছি।”
ম্যানচেস্টার সিটিতে তার যাত্রা কেমন হয়, সেটাই এখন দেখার বিষয়!