১ জানুয়ারি, ২০২৫: যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একদিনের ভারী বৃষ্টির ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রবাহিত পানি প্লাবিত করেছে বাড়িঘর এবং রাস্তার বিভিন্ন জায়গায় আটকে পড়েছে যানবাহন। উদ্ধার কার্যক্রম ও পানি নিষ্কাশনের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। বন্যার ফলে বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে, তবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি। আবহাওয়া দফতর সতর্ক করে জানিয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে, এবং কিছু এলাকায় ১০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া ল্যাঙ্কশায়ার ও ম্যানচেস্টারে ‘হলুদ’ সতর্কতা জারি করা হয়েছে, যেখানে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।