ম্যানচেস্টার ইউনাইটেড ৬২ বছর পর প্রথমবারের মতো এক মাসে পাঁচ লিগ ম্যাচ হেরেছে। ঘরের মাঠে নিউক্যাসেলের কাছে ২-০ গোলে হেরে এই লজ্জার রেকর্ড গড়ে রুবেন আমোরিমের দল। প্রিমিয়ার লিগে ১৯ পয়েন্ট নিয়ে ইউনাইটেড এখন ১৪তম স্থানে। অবনমন অঞ্চল থেকে মাত্র ৭ পয়েন্ট দূরে থাকা দলটি ৫১ বছর পর আবারও অবনমনের শঙ্কায়।