বিপিএলের এবারের আসর দারুণভাবে শুরু করেছিল খুলনা টাইগার্স। ঢাকা পর্বে প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছিল মেহেদি হাসান মিরাজের দল। তবে সিলেটে এসে কিছুটা ছন্দ হারিয়েছে তারা। শুক্রবার রাজশাহীর বিপক্ষে দিনের প্রথম ম্যাচে ২৮ রানে হেরে শুরু করতে হলো খুলনাকে।
১৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে খুলনার ব্যাটাররা তেমন কিছুই করতে পারেননি। আফিফ হোসেন সর্বোচ্চ ৩৩ রান করলেও বাকিরা সেভাবে রান তুলতে ব্যর্থ হন। নাইম শেখ করেন ২৪ রান, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাসুম আহমেদ করেন ১৮ রান করে।
তবে ম্যাচ হারের পরও হতাশ নন নাসুম আহমেদ। তার মতে, দল তেমন খারাপ খেলেনি। তিনি বলেন, ‘সিলেটে আসার আগেও আমরা ভালো ফর্মে ছিলাম। একদিন এমন হতে পারে। আমরা আহামরি কোনো খারাপ খেলিনি। ১৮০ রান চেজ করার মতো ছিল। তবে মাঝখানে কিছু উইকেট হারানোয় আমরা পিছিয়ে পড়েছিলাম।’
ম্যাচের পাওয়ার প্লেতে খুলনার রান তুলতে ধীরগতির ছিল, যা তাদের ম্যাচ হারানোর বড় একটি কারণ বলে মনে করেন নাসুম। প্রথম ছয় ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৩৪ রান তুলেছিল খুলনা। মিডল ওভারেও তেমন কোনো গতি আসেনি ব্যাটিংয়ে।
নাসুম বলেন, ‘পাওয়ার প্লের পরের ওভারগুলোতে আমাদের রান কম হয়েছে। ৫ থেকে ১২ ওভারের মধ্যে আমরা পিছিয়ে গেছি। এ সময় আরও রান করতে পারলে ফলাফল ভিন্ন হতে পারত।’
রাজশাহীর বিপক্ষে হেরে গেলেও নাসুম আত্মবিশ্বাসী যে তাদের ছন্দ দ্রুতই ফিরবে। তার মতে, এই হার থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচগুলোতে আরও ভালো করবে খুলনা টাইগার্স।