নতুন কোচ হ্যাভিয়ের মাচেরানোর অধীনে ইন্টার মিয়ামি মৌসুমের প্রথম ম্যাচে ক্লাব আমেরিকার বিপক্ষে মাঠে নামে। যদিও এটি ছিল একটি প্রীতি ম্যাচ, তবে মেসি এবং তার সতীর্থরা দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছেন। ২-২ সমতা থাকা অবস্থায় টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় লাভ করেছে মিয়ামি।
ম্যাচের শুরুতে ক্লাব আমেরিকা ৩১ মিনিটে হেনরি মার্টিনের গোলের মাধ্যমে এগিয়ে যায়। কিন্তু মেসি তিন মিনিটের মধ্যে সুয়ারেজের পাস থেকে গোল করে সমতা ফেরান। মেসির জন্য এটি ছিল ২০২৫ সালে প্রথম গোল এবং ইন্টার মিয়ামির হয়ে ৩৫তম গোল।
৫২ মিনিটে ইসরায়েল রেইসের গোলে আবারো এগিয়ে যায় ক্লাব আমেরিকা, তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে টমাস আভিলেসের গোল মিয়ামিকে সমতায় ফেরায়। টাইব্রেকারে ১২টি শটের মধ্যে ৫টি গোল হলে, ৩-২ ব্যবধানে জয় পায় ইন্টার মিয়ামি।