১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবার সেনাসদস্যদের হাতে নিহত হন। অভিযানে অংশ নেন মেজর শরিফুল হক ডালিম। তিনি পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেলেও মেজর ডালিম নামেই পরিচিত।
সাম্প্রতিক সময়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে একটি লাইভ অনুষ্ঠানে অংশ নেন মেজর ডালিম। প্রায় ৫০ বছর পর তার উপস্থিতি দেখে অনেকেই অবাক হন।
তার বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়েছে। ২০০৯ সালে ডেইলি স্টার জানায়, ডালিম পাকিস্তানে বসবাস করেন এবং লিবিয়ার বেনগাজিতে যাতায়াত আছে।
১৯৯৬ সালে গঠিত টাস্কফোর্সের প্রধান ওয়ালি-উর-রেহমানের তথ্যমতে, মেজর ডালিমের কেনিয়া ও আফ্রিকার কয়েকটি দেশে ব্যবসা রয়েছে। তিনি কেনিয়ার পাসপোর্টও সংগ্রহ করেছেন বলে দাবি করা হয়।