মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মকর্তা মেজর শরিফুল হক ডালিম। তিনি বলেছেন, ৩০ লক্ষ মানুষের নিহত হওয়ার যে তথ্য প্রচলিত রয়েছে, তা সঠিক নয়। তার মতে, মুক্তিযুদ্ধে নিহত মানুষের সংখ্যা ছিল ৩ লক্ষ।
৫ জানুয়ারি, ২০২৫ তারিখে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে এক বিশেষ লাইভ সেশনে মেজর ডালিম এ মন্তব্য করেন। তিনি বলেন, “মুজিব যখন সিরাজ ভাই ও রেজাউল করিমকে প্রশ্ন করেছিলেন, বাংলাদেশ কি স্বাধীন হয়েছে? নাকি তাকে কোথাও নিয়ে হত্যা করা হবে? তখন সিরাজ ভাই বলেছিলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে, তবে আপনি কেন ভারত যাচ্ছেন, সেটা আমরা জানি না।”
ডালিম আরও বলেন, “মুজিব যখন ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চান, তখন সিরাজ ভাই বলেছিলেন, ক্ষয়ক্ষতি প্রায় তিন লক্ষের মতো। এরপর, মুজিব তিন লক্ষকে ‘৩০ লক্ষ’ হিসেবে উল্লেখ করেন এবং সেই তথ্যই চলতে থাকে।”
এদিকে, এই বিতর্কিত বক্তব্যের পর, মেজর ডালিমের সাক্ষাৎকারটি ইউটিউবে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা সৃষ্টি করেছে।