মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় মেক্সিকো উপসাগরের নাম বদলে আনুষ্ঠানিকভাবে গালফ অব আমেরিকা করেছে। এই নাম পরিবর্তন গুগল ম্যাপেও প্রতিফলিত হবে। যুক্তরাষ্ট্রে গুগল ম্যাপে নতুন নামটি দেখা যাবে, তবে মেক্সিকোতে পুরনো নাম, গালফ অব মেক্সিকো, অক্ষত থাকবে।
এছাড়া অন্যান্য দেশের বাসিন্দারা ম্যাপে উভয় নামই দেখতে পাবেন। মার্কিন প্রশাসন জানিয়েছে, সরকারি নথিপত্রে নতুন নাম ইতোমধ্যেই সংযোজন করা হয়েছে। নাম পরিবর্তনের পেছনে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের উল্লেখযোগ্য অংশ এই উপসাগরের তীরে থাকাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবম এই পরিবর্তনকে উপহাস করে প্রতিক্রিয়া জানিয়েছেন।