বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ক্রিকেটার মুশফিকুর রহিম সম্প্রতি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তার বিদায়ে ক্রিকেট মহলে নানান প্রতিক্রিয়া দেখা গেলেও, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চায় এই অভিজ্ঞ ক্রিকেটারকে যথাযথ সম্মান জানাতে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, মুশফিকের অসাধারণ অবদানকে স্বীকৃতি দিতে আনুষ্ঠানিক সংবর্ধনার পরিকল্পনা করছে বোর্ড।
শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, “আমরা বোর্ডের পক্ষ থেকে চিন্তাভাবনা করছি, কীভাবে মুশফিককে সংবর্ধনা দেওয়া যায়। এটি তার দীর্ঘ ১৯ বছরের অসাধারণ ক্যারিয়ারের প্রতি সম্মান জানানোর একটি প্রয়াস হবে।”
মুশফিকুর রহিম ২০০৫ সালে ইংল্যান্ড সফরে জাতীয় দলে অভিষেকের পর থেকেই ধারাবাহিকভাবে দলকে সেবা দিয়েছেন। ২০০৭ বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরম্যান্স, দলের গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্ব প্রদান এবং দায়িত্বশীল ব্যাটিং তাকে দেশের অন্যতম সেরা ক্রিকেটারে পরিণত করেছে। বিসিবি মনে করে, তরুণ ক্রিকেটারদের জন্য মুশফিকের পরিশ্রম, নিষ্ঠা ও একাগ্রতা একটি অনুপ্রেরণা হয়ে থাকবে।
ফারুক আহমেদ আরও বলেন, “আমরা মনে করি, মুশফিক দেশের ক্রিকেটকে যে পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করেছেন, তার জন্য তাকে কৃতজ্ঞচিত্তে সম্মান জানানো উচিত। বোর্ড আনুষ্ঠানিকভাবে সংবর্ধনার আয়োজনের পরিকল্পনা করছে, যাতে তার অবদানকে যথাযথভাবে সম্মান জানানো যায়।”
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে মুশফিকুর রহিমের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিসিবির সংবর্ধনা আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, সেটি জানতে অপেক্ষায় থাকতে হবে ক্রিকেটপ্রেমীদের।