বাংলাদেশের ক্রিকেট তারকা মুশফিকুর রহিম সম্প্রতি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণের ঘোষণা দেন। এই সিদ্ধান্তের পর শ্রীলঙ্কার ব্যাটিং তারকা দিমুথ করুনারত্নে আবেগপূর্ণ একটি ফেসবুক পোস্ট করেছেন, যেখানে মুশফিককে তার “বন্ধু” হিসেবে উল্লেখ করে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম কিংবদন্তি হিসেবে অভিহিত করেছেন।
করুণারত্নে লিখেছেন, “আমার বন্ধু মুশফিকুর রহিম, বাংলাদেশ ক্রিকেটের একজন সত্যিকারের কিংবদন্তি। এক দশকেরও বেশি সময় ধরে জাতীয় ওয়ানডে দলের মেরুদণ্ড হয়ে খেলেছেন। তার খেলার প্রতি নিষ্ঠা, দক্ষতা এবং আবেগ লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে। মুশফিক শুধু ব্যাটিংয়ে নয়, উইকেটকিপিংয়ের ক্ষেত্রেও সবার সেরা ছিলেন।”
সাবেক লঙ্কান অধিনায়ক মুশফিককে বাংলাদেশ ক্রিকেটের হিরো হিসেবে অভিহিত করে আরও লিখেছেন, “আপনি সবসময় বাংলাদেশ ক্রিকেটের একজন হিরো থাকবেন। আপনাকে ধন্যবাদ, মুশফিক!”